বর্ধমান জেলার তফসিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের অর্থ–সামাজিক উন্নয়নে পঞ্চায়েতের অবদান (১৯৭৪–২০০৮) : একটি ইতিহাস সমন্বিত বিশ্লেষণ

Authors

  • মিঠু মাঝি Author
  • ড. বিশ্বরূপ গোস্বামী Author

Abstract

ভারতের গণতান্ত্রিক কাঠামোয় স্থানীয় স্বশাসন বা পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষত প্রান্তিক জনগোষ্ঠী, যেমন তফসিলী জাতি (SC) ও উপজাতি (ST), তাদের অর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে পঞ্চায়েতের ভূমিকা অপরিসীম। বর্ধমান জেলা, যা ঐতিহাসিকভাবে কৃষি ও শিল্পে গুরুত্বপূর্ণ, সেখানে SC/ST সম্প্রদায়ের মানুষ বহু বছর ধরে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক দুরবস্থা ও শিক্ষাগত পশ্চাৎপদতার মধ্যে ছিল। ১৯৭৭ সালের পর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই প্রবন্ধে ১৯৭৪ থেকে ২০০৮ পর্যন্ত বর্ধমান জেলার পঞ্চায়েত–কেন্দ্রিক কার্যক্রমের প্রভাব বিশ্লেষণ করা হবে এবং দেখানো হবে যে, SC/ST সম্প্রদায়ের অর্থ–সামাজিক উন্নয়নে পঞ্চায়েত একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করেছে। আলোচ্য প্রবন্ধের মধ্যে দিয়ে বর্ধমান জেলার একটি পূর্ণাঙ্গ ছবি উঠে আসবে বলে আশা করা যায়। একইসঙ্গে তফসিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের জীবন ও জীবনচর্যা নানা তথ্য ও বিশ্লেষণ এর মধ্যে দিয়ে আরো বেশি স্বচ্ছ হয়ে যাবে।

Author Biographies

  • মিঠু মাঝি

    গবেষক, ইতিহাস বিভাগ, সিকম্ স্কিলস্ ইউনিভার্সিটি

  • ড. বিশ্বরূপ গোস্বামী

    তত্ত্বাবধায়ক, অধ্যাপক, ইতিহাস বিভাগ, সিকম স্কিলস্ ইউনিভার্সিট

Downloads

Published

2025-08-27

Issue

Section

Articles

How to Cite

বর্ধমান জেলার তফসিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের অর্থ–সামাজিক উন্নয়নে পঞ্চায়েতের অবদান (১৯৭৪–২০০৮) : একটি ইতিহাস সমন্বিত বিশ্লেষণ. (2025). Shodh Patra : International Journal of Multidisciplinary Studies, 2(1), 456-462. https://shodhpatra.in/index.php/files/article/view/70